Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণীকে দলবদ্ধ ধর্ষণ মামলায় চট্টগ্রামে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণীকে দলবদ্ধ ধর্ষণ মামলায় চট্টগ্রামে যুবক গ্রেপ্তার

রাঙামাটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় যিশু চৌধুরী (২৭) নামের এক যুবককে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। গত শুক্রবার নগরীর কোতোয়ালি থানাধীন আন্দরকিল্লা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। যিশু রাঙামাটির বাঘাইছড়ি থানার করোঙ্গাতলি বাজারের বাসিন্দা।

গতকাল শনিবার র‍্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৫ জুলাই বাঘাইছড়িতে পূর্বপরিচয়ের সূত্র ধরে বিপ্লব বড়ুয়া নামের আরেক আসামি ভুক্তভোগী তরুণীকে বাসার বাইরে ডেকে নিয়ে যান। পরে যিশু চৌধুরীসহ বাকি আসামিরা তাঁকে জোরপূর্বক একটি বসতঘরে তুলে নিয়ে সারা রাত ধর্ষণ করেন। পরদিন ভুক্তভোগীকে ছেড়ে দেওয়া হয়।

ওই ঘটনা জানাজানি হওয়ার পর উপজেলায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘাত হয়। পার্বত্য আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ আসামিদের আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছিলেন। সেনাবাহিনীর মধ্যস্থতায়ও পরিস্থিতি শান্ত করা যায়নি। ওই ঘটনা নিয়ে এখনো এলাকা উত্তপ্ত রয়েছে। এ ছাড়া ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে যিশু চৌধুরীসহ পাঁচজনকে আসামি করে বাঘাইছড়ি থানায় একটি মামলা করেন।

রাঙামাটিতে বাঘাইছড়িতে গত ১৫ জুলাই ওই তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে সারা রাত দলবদ্ধ ধর্ষণ করা হয়। ওই ঘটনায় উপজেলার পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ঘটনার পর আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে যিশু চৌধুরীর অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। যিশু প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ