ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় জেরিন আক্তার (০৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার মাইজবাগ ইউনিয়নের তেরছাটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। জেরিন ওই এলাকার আজিজুল হকের মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে জেরিন আক্তার বাড়ির পাশে মসজিদের মক্তবে পড়তে যায়। মক্তব ছুটির পর বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহগামী পিকআপের ধাক্কা দিলে ঘটনাস্থলেই জেরিনের মৃত্যু হয়। পরে পিকআপ গাড়িটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’