Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার ইধিকা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার ইধিকা

অনেক দিন নতুন কোনো সিনেমার শুটিং করেননি শাকিব খান। গত এক বছরে একাধিক সিনেমার ঘোষণা দিলেও সেগুলোর কোনোটি শেষ পর্যন্ত শুটিংয়ে গড়ায়নি। অবশেষে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ দিয়ে নতুন সিনেমার কাজ শুরু করছেন শাকিব। জানা গেছে, ৮ মে থেকে সিনেমাটির শুটিং করবেন তিনি। এ সিনেমায় শাকিবের নায়িকা হবেন কলকাতার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল।

‘প্রিয়তমা’র ঘোষণা এসেছিল বছর পাঁচেক আগে। তখন নায়িকা হওয়ার কথা ছিল বুবলীর। সময় যত গড়িয়েছে, ততই সিনেমাটি নিয়ে দীর্ঘসূত্রতা তৈরি হয়। বছর তিনেক আগে শাকিব খান নিজেই জানিয়েছিলেন, বুবলী আর থাকছেন না প্রিয়তমায়। তখন নায়িকা হিসেবে নতুন কাউকে নেওয়ার কথা বলেছিলেন তিনি। এক বছর ধরে এ সিনেমার জন্য শাকিবের বিপরীতে নায়িকা খোঁজা হচ্ছিল। কিন্তু মনমতো কাউকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছিল, বাংলাদেশের কেউ প্রিয়তমার নায়িকা হবেন।

তবে গতকাল পরিচালক হিমেল আশরাফ নিশ্চিত করলেন, কলকাতার ইধিকা পালই হচ্ছেন শাকিবের ‘প্রিয়তমা’। তিনি বলেন, ‘শাকিব ভাইয়ের সঙ্গে আগে কখনো স্ক্রিনে দেখা যায়নি এবং অতি পরিচিত মুখ নয়—এমন কাউকে আমরা চাচ্ছিলাম শাকিবের বিপরীতে। ইধিকার অভিনয়, এক্সপ্রেশন, উচ্চতা, নাচে পারদর্শিতা দেখে মনে হয়েছে, তিনি আমাদের গল্প ও চরিত্রের সঙ্গে মানানসই হবেন।’

জানা গেছে, এরই মধ্যে চুক্তি সই করে ঢাকায় আসার টিকিটও চূড়ান্ত করে ফেলেছেন ইধিকা পাল। সব ঠিক থাকলে ১১ মে থেকে প্রিয়তমার শুটিং করবেন তিনি।

 ইধিকা বৃত্তান্ত
২০১৯ সাল থেকে বাংলা সিরিয়ালে অভিনয় করছেন ইধিকা পাল। কলকাতার কে কে দাস কলেজ থেকে অনার্স পাস করে অভিনয় জগতে প্রবেশ করেন। তাঁর প্রথম ধারাবাহিক ছিল স্টার জলসার ‘কপালকুণ্ডলা’। এতে তিনি ছিলেন পদ্মাবতীর চরিত্রে। ইধিকার দ্বিতীয় ধারাবাহিক জি বাংলার ‘রিমলি’। টিআরপি কম হওয়ায় খুব অল্প সময়ের মধ্যে বন্ধ হয়ে যায় ধারাবাহিকটি। রিমলি শেষ হওয়ার পর জি বাংলার আরেক ধারাবাহিক ‘পিলু’তে অভিনয় করেন ইধিকা। এতে তিনি ছিলেন সেকেন্ড লিডে, চরিত্রের নাম রঞ্জিনী। অভিনয়ের পাশাপাশি নাচেও পারদর্শী ইধিকা।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ