Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

পায়রা বন্দরকে বাণিজ্যিক বন্দর করার দাবি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পায়রা বন্দরকে বাণিজ্যিক বন্দর করার দাবি

পায়রা সমুদ্রবন্দরকে বাণিজ্যিক বন্দর হিসেবে গড়ে তোলার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পর্যটন ব্যবসায়ী হাসানুল ইকবাল।

তিনি বলেন, ২০১৩ সালের ১৯ নভেম্বর কলাপাড়াবাসীর মনে স্বপ্ন জাগিয়ে প্রধানমন্ত্রী দেশের দক্ষিণাঞ্চলে পায়রা বন্দর উদ্বোধন করেন। ফলে মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে। উদ্বোধনের পর এই বন্দরে কয়েক শ কয়লাবাহী জাহাজ আসে, যাতে সরকার রাজস্ব পায়। কিন্তু মাদার ভ্যাসেল এ বন্দরে আসতে পারছে না নাব্যতা-সংকটের কারণে। বর্তমানে রাবনাবাদ চ্যানেলে ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে। চ্যানেলের ড্রেজিং শুরু হলেও বালু একদিকেই ফেলা হচ্ছে। এতে নদীতেই বালুর স্তর জমা হচ্ছে।

তিনি প্রস্তাবনা রেখে বলেন, আমেরিকার ওকলাহোমা প্রদেশ গড়ে উঠেছিল ল্যান্ড রান আইন পাস করে। পায়রা বন্দরের ক্যাপিটাল ড্রেজিং থেকে উত্তোলিত বালু যদি বঙ্গোপসাগরের বিভিন্ন জেগে ওঠা চরে বেষ্টনী তৈরি করে ফেলা হয়, তাহলে ওকলাহোমা প্রদেশের মতো একটি দ্বীপ গড়ে তোলা সম্ভব। সে সঙ্গে সেখানে উৎপাদন করা সম্ভব খাদ্যশস্য। এতে বারবার যেমন ড্রেজিং খরচ হবে না, তেমনি খাদ্যশস্য উৎপাদনের নতুন ক্ষেত্র তৈরি হবে।

সংবাদ সম্মেলনে সোশ্যাল ওয়ার্কার মারুফা খানসহ কলাপাড়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ