করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে নতুন বছরে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। তবে প্রথম দিনে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা বই পেয়েছে। বই নিতে এসে খালি হাতে ফিরেছে অনেক শিক্ষার্থী। গতকাল শনিবার বেলা ১১টা থেকে বই বিতরণ শুরু হয়। সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার ১ হাজার ৪৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের ৪ লাখ ৭ হাজার শিক্ষার্থীর মধ্যে ১৯ লাখ ৫৩ হাজার বই বিতরণ করা হয়েছে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৬ লাখ ২৮৪ শিক্ষার্থী, ৯১টি মাদ্রাসায় ৪০ হাজার ৪০০, ৫২টি ইবতেদায়ি মাদ্রাসায় ৪৩ হাজার ৯৭৮, ২ হাজার ৫ কারিগরি শিক্ষার্থী ও ইংরেজি ভার্সনের ২২৬ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা খুশি। জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘মাধ্যমিক পর্যায়ে ৩৩ শতাংশ বই বিতরণ করা হয়েছে।’ জেলার জগন্নাথপুর উপজেলায় প্রাথমিক পর্যায়ের ১৯৩টি বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৫৮টি সরকারি, বেসরকারি ৫টি ও ৩০টি কিন্ডারগার্টেন।
জামালগঞ্জ উপজেলার ১২৬টি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়। দোয়ারাবাজার উপজেলার সবকয়টি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ করা হয়। শান্তিগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে ছাত্র-ছাত্রীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। এদিকে মৌলভীবাজার জেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নির্দিষ্ট কিছু শ্রেণির শিক্ষার্থীকে বই দেওয়া হয়েছে। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় ১ হাজার ২টি প্রাথমিক, ২১২টি মাধ্যমিক ও ৯২টি মাদ্রাসায় পর্যায়ক্রমে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বই দেওয়া হয়েছে। কোথাও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাও পেয়েছে বই।
অভিভাবক আতর আলী বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে সবাইকে বই দেওয়া যেত। বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে, সেখানে কোনো নিয়ম মানা হচ্ছে না। এখানেই মানা হচ্ছে নিয়মনীতি। মনে হয় বইয়ের সংকট রয়েছে, এ জন্য সবাইকে বই দেওয়া হচ্ছে না।’ শিক্ষার্থী জুঁই চৌধুরী বই নিতে এসেও পায়নি। সে জানায়, শিক্ষকেরা বলেছেন, আগামীকাল (সোমবার) বই দেওয়া হবে। বানেশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পিকলু দাশ বলেন, ‘আজ (রোববার) শুধু পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বই দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি শ্রেণির শিক্ষার্থীদের বই দেওয়া হবে। তবে প্রথম, দ্বিতীয় ও প্রাক-প্রাথমিক শ্রেণির বই এখনো দেওয়া হয়নি।’
জেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ‘প্রতিবছর বই উৎসব করা হলেও এ বছর হচ্ছে না। জেলায় ১ হাজার ২টি প্রাথমিক বিদ্যালয়ে বই দেওয়া হয়েছে।’ জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান বলেন, ‘করোনার কারণে ভিড় এড়াতে ধাপে ধাপে বই দেওয়া হবে। ২১২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৯২টি মাদ্রাসায় পর্যায়ক্রমে ১৩ জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীকে বই দেওয়া হবে।’ মৌলভীবাজারে বইয়ের চাহিদা রয়েছে ৩৬ লাখের বেশি। অধিকাংশ বই জেলা শিক্ষা অফিসে রয়েছে। তবে কিছু বইয়ের সংকটও রয়েছে বলে তিনি জানান।