Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

‘আমারও কবি হওয়ার স্বাদ জাগে’

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

‘আমারও কবি হওয়ার স্বাদ জাগে’

সাংসদ আসাদুজ্জামান নূর বলেছেন, ‘আমি কবি নই, আমি কবিদের ঈর্ষা করি। কবিতা পড়ার সময় আমারও কবি হওয়ার স্বাদ জাগে। কবিদের ভাবনা, আবেগ, চিন্তা, দর্শন সেগুলো উচ্চারণ করার চেষ্টা করি। কখনো কখনো হয়তো মেলে না।’

গতকাল শুক্রবার বিকেল ৫টায় দিনাজপুর বীরগঞ্জ গোলাপগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ‘শব্দ শর’ সাহিত্য সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কবি, সাহিত্যিক ও গবেষকদের এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এসব কথা বলেন।

সাবেক উপজেলা চেয়ারম্যান ও সংগঠনের সভাপতি কবি বাবুল চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সাংসদ মনোরঞ্জন শীল গোপাল। বক্তব্য দেন খ্যাতিসম্পন্ন ফটো সাংবাদিক পাভেল রহমান, কার্টুনিস্ট ও চিত্রশিল্পী শিশির ভট্টাচার্য, কবি ও ছড়াকার অধ্যাপক জলিল আহমেদ, বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক, দিনাজপুর সিটি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল বিশ্বাস, কবি ডা. জোবাইদুর রহমান, শব্দ শরের সাধারণ সম্পাদক লাল মিঞা প্রমুখ।

সাংসদ আসাদুজ্জামান নূর আজকের পত্রিকাকে বলেন, ‘কবিতা তাঁরাই লিখতে পারেন যাঁরা জীবনের চলার গতিতে গা ভাসিয়ে থাকেন, কিন্তু প্রতি পদে পদে জীবনটাকে আবিষ্কার করেন। সমাজ পরিবর্তনের অনেক বার্তা পেয়েছি এই কবিতার মাধ্যমে। সাহস পেয়েছি কবিতার পঙ্‌ক্তি থেকে। এ জন্য কবিদের প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধাশীল।’

তিনি আরও বলেন, নয় মাসের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু সশরীরে ছিলেন না, কিন্তু তাঁর অনুপস্থিতি আমরা উপলব্ধি করতাম না। মনে করতাম তাঁর আদর্শ আমাদের সঙ্গেই আছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ