মাগুরার জাগলা বাজার এলাকার অদূরে ১৬ ফেব্রুয়ারি বিকেল ৫টায় মোটরসাইকেল আরোহী মিরাজ মোল্লাকে চাপা দেয় একটি ট্রাক। ঘটনাস্থলে মারা যান মিরাজ। মিরাজের বাড়ি সদরে মঘী ইউনিয়নের তিতারখা গ্রামে। মিরাজ মোল্লার মৃত্যুর পর জীবন-যাপন কঠিন হয়ে পড়েছে স্ত্রী তানিয়া বেগমের।
যে ঘরটিতে দুটি সন্তান নিয়ে আছেন সেটি নিজেদের নয়। বাবা-মা হারা মিরাজের আপন কেউ ছিল না। দুটি সন্তান নিয়ে কি করবেন, কোথায় যাবেন তাও জানে না তানিয়া বেগম।
গতকাল শনিবার তানিয়া বেগম বলেন, ‘ওই দিন বিকেলে লোকজন এসে কলো আমার মণিদের বাপ মারা গেছে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। ছেলের বয়স ৭ বছর আর মেয়েটার ১০ বছর। এই দুটো বাচ্চার জন্য কোনো সম্পদ বা টাকা পয়সা নেই আমাদের। ঘটনার দিন অনেকে সাহায্য করার কথা দিলেও পরে তাঁদের অনেকের খোঁজ নেই।
মঘী ইউপি চেয়ারম্যান হাসনা হেনা আজকের পত্রিকাকে জানান, পরিবারটি খুবই অসহায়। আমি যতটুকা পারি সহযোগীতা করব। এছাড়া ব্যক্তি উদ্যোগে কিছু মানুষ সহযোগীতা করবে বলে জেনেছি।