Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ২

চৌগাছা প্রতিনিধি

স্কুলছাত্রীকে দলবেঁধে  ধর্ষণ, গ্রেপ্তার ২

যশোরের চৌগাছায় মামা বাড়িতে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। গতকাল শুক্রবার তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আসামিরা হলেন উপজেলার সোহাগ হোসেন ও বিপ্লব হোসেন। গত বৃহস্পতিবার চৌগাছা থানায় ধর্ষণ মামলার পর তাঁদের গ্রেপ্তার করা হয়। ধর্ষণের ঘটনাটি ঘটে আগের দিন সন্ধ্যায়।

ছাত্রীটির মায়ের লিখিত এজাহার সূত্রে জানা গেছে, শিশুটি উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে লোখাপড়া করে। বিদ্যালয়ে যাওয়ার পথে বিদ্যালয়ের সোহাগ হোসেন তাকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিতেন। তাঁর প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন। গত বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মেয়েটি মামা বাড়িতে যাচ্ছিল।

এ সময় সোহাগ হোসেন অপর যুবক বিপ্লবের সহায়তায় শিশুটিকে মুখ চেপে একটি বাগানে নিয়ে যায়। পরে মেয়েটির ডাকচিৎকারে আসামিরা তাকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যান।

শিশুটির মা বলেন, ‘আমরা মেয়ে বাড়িতে না আসায় খুঁজতে বের হয়ে রাত ৮টার দিকে একটি কলাবাগানে তাঁকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পাই। পরে মেয়ের কাছে বিস্তারিত জানার পর থানায় অভিযোগ করি।’

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘অভিযোগ পাওয়ার পরই অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন।’

ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘শিশুটির শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। তার মায়ের করা মামলা গ্রেপ্তার আসামিদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ