মির্জাপুরে বাড়তি দামে সার বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া দোকানের মূল্যতালিকা না থাকার অভিযোগে উয়ার্শী ইউনিয়নের দুই সাব ডিলারকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। মহেড়া ইউনিয়নের নগরছাওয়ালী বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন এই অভিযান চালান।
গতকাল রোববার দুপুরের দিকে বিচারক মো. জুবায়ের হোসেন নগরছাওয়ালী বাজারের মেসার্স সোহেল ট্রেডার্সের মালিক সানোয়ার মিয়া ও নিহার রঞ্জন ট্রেডার্সের মালিক নিহার রঞ্জন সাহাকে বাড়তি দামে সার বিক্রি করতে দেখেন। পরে তাঁদের কাছ থেকে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উজ্জ্বল হোসেন। অপরদিকে একই দিন উপজেলা উয়ার্শী ইউনিয়নের রোয়াইল বাজারের ব্যবাসায়ী শুকুর মেম্বার ও মল্লিক মার্কেট এলাকার ব্যবসায়ী শরীফ হোসেনকে দোকানের সামনে নির্ধারিত মূল্য তালিকা না টাঙিয়ে সার বিক্রি করতে দেখে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
অপরদিকে কৃষি কর্মকর্তা জানান, উপজেলার উয়ার্শী ইউনিয়নের ডিলার হেলেনা বেগমের বিরুদ্ধে অক্টোবর মাসের ভর্তুকিপ্রাপ্ত ১৮ মেট্রিক টন এমওপি সার উত্তোলন করে অন্যের গোডাউনে রেখে কালোবাজারের বিক্রির অভিযোগে উঠেছে। এ অভিযোগে গত ৪ নভেম্বর সোনাম এন্টারপ্রাইজের মালিক হেলেনা বেগমকেও কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। আগামী তিন কর্ম দিবসের মধ্যে তাকেও জবাব দিতে বলা হয়েছে।
এ দিকে পরিবহন ধর্মঘটসহ নানা কারণে মির্জাপুরে অতিরিক্ত টাকা দিয়েও সার পাচ্ছেন কৃষকেরা। তাই রবি মৌসুমে সার না পাওয়ায় কৃষকের আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষকের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।