ভোলার লালমোহনে পুকুর থেকে জুলেখা (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ গ্রাম থেকে এই লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মো. শাকিলের স্ত্রী। তবে কীভাবে ওই গৃহবধূ পুকুরে পড়েছেন তার সঠিক কারণ জানাতে পারেনি কেউ। এ কারণে লাশ উদ্ধারের ঘটনায় রহস্যের জট তৈরি হয়েছে।
থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, ‘রাতে স্বামী-স্ত্রী নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে ওই গৃহবধূর স্বামী ঘুম থেকে উঠে দেখেন তাঁর স্ত্রীর লাশ পুকুরে ভাসছে। পরে তাঁরা পুকুর থেকে লাশটি উদ্ধার করেন।’
গৃহবধূ জুলেখার বাবার বাড়ির অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় লালমোহন থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।