নবাবগঞ্জে সিআর মামলার সাজাপ্রাপ্ত সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শোল্লা ইউনিয়নের পাতিলঝাপ গ্রামের মৃত আজগর আলীর ছেলে জরিপ, জরিপের স্ত্রী রহিমা, ছেলে মো. আজিজুল, মেয়ে জরিনা, একই এলাকার উকিলের ছেলে আমিনুর। অপর গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কৈলাল ইউনিয়নের কৈলাল গ্রামের পিয়ার আলির ছেলে সুরুজ মিয়া ও কলাকোপা ইউনিয়নের সমসাবাদ গ্রামের বাসিন্দা আব্দুস সালাম।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মো. তানভীর শেখ বলেন, আসামিরা সবাই সিআর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। উপজেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।