লক্ষ্মীপুরের রামগতিতে ১০টি ইটভাটা বন্ধ করে দেওয়ার পাশাপাশি মালিকদের ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। এ সময় ইটভাটাগুলোর চিমনি ভেঙে ফেলা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়সাল। তাঁকে সহযোগিতা করেন রামগতির ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা।
অভিযানকালে আপিফা ব্রিকস, রফিক ব্রিকস, এশা ব্রিকস, আমিন ব্রিকস, লিটন ব্রিকস, তৃষা ব্রিকস, জনতা ব্রিকস, ফাতেমা ব্রিকস, আম্রি ব্রিকস ও দিলদার ব্রিকসের ইটভাটার মালিককে জরিমানা করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়সাল বলেন, রামগতি ফায়ার সার্ভিস ইউনিটের সহযোগিতায় লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটাগুলোর চিমনি ভেঙে ও পানি দিয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা পরিচালনা ও কাঠ পোড়ানোর দায়ে এই অভিযান চালানো হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গত বছরের ৪ ফেব্রুয়ারিতে উপজেলার খালেক পাটওয়ারী ব্রিকস, তামিম ব্রিকস, শাপলা ব্রিকস ও মেঘনা ব্রিকস নামের লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটা পরিচালনা ও কাঠ পোড়ানোর দায়ে এ ধরনের অভিযান চালানো হয়। তখনো ইটভাটাগুলোর চিমনি ভেঙে ও পানি দিয়ে ধ্বংস করা হয়। কিন্তু সাময়িক বন্ধ থাকার পর ইটভাটাগুলো আবারও চালু হয়। এসব ভাটায় ইট পোড়ানো চলছে।