উসকানি দেওয়া ও করোনাভাইরাসের বিধিনিষেধ লঙ্ঘনের দায়ে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে চার বছরের কারাদণ্ডের সাজা দুই বছর কমানো হয়েছে। জান্তা সরকারের আংশিক ক্ষমার কারণে গত সোমবার সাজা কমিয়ে দুই বছর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এ অপরাধে একই দিনে দেশটির একটি আদালতে দোষী সাব্যস্ত হন সু চি।
সামরিক অভ্যুত্থানে আটকের পর এই প্রথম সু চির বিরুদ্ধে কোনো মামলার রায় দেওয়া হলো। সু চির পাশাপাশি ক্ষমতাচ্যুত মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্টের শাস্তিও কমেছে। তাঁরা দুজন এখন যেখানে আছেন সেখানেই শাস্তি ভোগ করবেন।
৭৬ বছর বয়সী সু চিকে উসকানি, করোনার স্বাস্থ্যবিধি ভঙ্গ এবং রাষ্ট্রের গোপন তথ্য পাচারসহ প্রায় ডজনখানেক অভিযোগের মুখোমুখি করা হয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হলে ১০০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে তাঁর।