ফেনীর সোনাগাজী উপজেলার উম্মুল কোরা মহিলা মাদ্রাসার হিফজ বিভাগের চার হাফেজাকে স্বল্প সময়ে হিফজ সম্পন্ন করায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রোববার মাদ্রাসা প্রাঙ্গণে তাদের এই সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উম্মুল কোরা মহিলা মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা জামশেদ আলম, দারুল উলুম সোনাগাজীর প্রতিষ্ঠাতা মাওলানা সাইফুল ইসলাম, সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি আলমগীর হোসেন, প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মাওলানা কেফায়েত উল্যাহ, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য মাওলানা খালেদ কাউছার, সহকারী শিক্ষক মাওলানা নেয়ামত উল্যাহ, মাওলানা মহি উদ্দিন রাকিব, ক্লাসিক এসএসের স্বত্বাধিকারী সোহেল তাজ প্রমুখ।
পরে হাফেজা হালিমা আক্তার নূহা, উম্মে আইমান তানহা, নাজমুন নাহার মিতু ও মাহমুদা আক্তারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। শেষে তাদের জন্য দোয়া করা হয়।