Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

মেঘনায় ট্রলার-স্পিডবোট সংঘর্ষে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়া ও বাঞ্ছারামপুর প্রতিনিধি

মেঘনায় ট্রলার-স্পিডবোট সংঘর্ষে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে বালুবাহী ট্রলারের সঙ্গে যাত্রীবাহী স্পিডবোটের সংঘর্ষের পর তিনজন মারা গেছেন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর দুজন মারা যান এবং ঘটনার এক দিন পর দুর্ঘটনাস্থলের পাশ থেকে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার হোসেনপুর গ্রামের পরিবার পরিকল্পনা পরিদর্শক মাহবুবুর রহমান জুয়েল, নরসিংদী সদর উপজেলার সঙ্গীতা এলাকার ফরিদ মিয়া এবং স্পিডবোটের চালক মরিচাকান্দি গ্রামের রুবেল মিয়া। এ ঘটনায় গুরুতর আহত তিনজনের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজন, প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে নরসিংদী থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট বাঞ্ছারামপুরের মরিচাকান্দির উদ্দেশে রওনা হয়। রাত ৮টার দিকে মরিচাকান্দি লঞ্চঘাটের সামনে মেঘনা নদীতে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলারের সঙ্গে স্পিডবোটটির সংঘর্ষ হয়।

এলাকাবাসী তাৎক্ষণিকভাবে ১১ জনকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁদের মধ্যে গুরুতর আহত জুয়েল ঢাকায় নেওয়ার পথে মারা যান। ফরিদকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বোটের চালক রুবেল নিখোঁজ ছিলেন। গতকাল রোববার দুপুরে ঘাট এলাকা থেকে নৌপুলিশ তাঁর লাশটি উদ্ধার করে।

গতকাল নরসিংদী নৌ-পুলিশের এসআই মোহাম্মদ দাউদ জানান, ঘটনার পর ট্রলারটি পালিয়ে গেছে। সেটি চিহ্নিত করার প্রক্রিয়া চলছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ