নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক ভবনের ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণে আরও এক নারীর মৃত্যু হয়েছে। বিস্ফোরণে দগ্ধ হয়ে ঝুমা রানী (২১) নামে তরুণী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে।
হাসপাতালের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন জানান, শরীরের ৫০ শতাংশ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন ঝুমা রানী মারা গেছেন। তাঁর মা তুলসী রানীর অবস্থাও সংকটাপন্ন।’
গত ১২ নভেম্বর ভোরে সদর উপজেলার ফতুল্লার লালখা মোড় এলাকার একটি পাঁচতলা আবাসিক ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে তুলসী রানী (৫৫) ও তাঁর মেয়ে ঝুমা রানীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালেই ভর্তি করা হয়। এদিকে ওই ঘটনার দিনই মায়া রানী (৪০) ও মঙ্গলী রানী (৩৫) নামে দুই নারী মারা যান।