ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া নৌকা প্রতীকের প্রার্থী আফরোজা খানম মিতার (৪০) ওপর হামলার ঘটনায় অবশেষে মামলা হয়েছে।
গত ২১ নভেম্বর ভুক্তভোগী বাদী হয়ে ডুমুরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এ মামলা করেন।
মামলায় ৫ জনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন খর্ণিয়ায় মেহেদী হাসান বিপ্লব (৪৩), ফুলতলার আসলাম মোল্লা (২৫), সবুজ শেখ (২৩), ফজলু মোড়ল (৪৮) ও রানাই গ্রামের লিটন ফকির (৩২)। এ ছাড়া আরও ৬/৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, গত ১১ নভেম্বর খর্ণিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী আফরোজা খানম মিতা নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণের দিন দুপুর পৌনে ২টার দিকে খর্ণিয়া লোহাগড়া নামক স্থানে পৌঁছালে আসামিরা বাদীকে ঘিরে ফেলে। তাঁকে হত্যার উদ্দেশ্যে দেশি অস্ত্রশস্ত্রসহ আক্রমণ করে।
এ ঘটনায় ডুমুরিয়া থানায় মামলা করতে গেলে পুলিশ আমলী আদালতে মামলা করার পরামর্শ দেয়। সে মোতাবেক আদালতে মামলা করা হয়।