Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

শ্রীপুরে বিএনপির আট কমিটি বিলুপ্ত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুরে বিএনপির আট কমিটি বিলুপ্ত

গাজীপুরের শ্রীপুর উপজেলার আট ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান ফকিরের নির্দেশনায় সদস্যসচিব মোহাম্মদ আক্তারুল আলম মাস্টারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, বিদেশে সুচিকিৎসা নিশ্চিত, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন ত্বরান্বিত করতে কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে।

এ বিষয়ে মোহাম্মদ আক্তারুল আলম মাস্টার বলেন, রোববার (আজ) থেকে এই ঘোষণা কার্যকর করা হবে।

কমিটি বিলুপ্তের খবরের প্রতিক্রিয়ায় কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন বলেন, ‘কমিটি বিলুপ্ত ঘোষণা করার ক্ষমতা আহ্বায়ক কমিটির আছে। তবে আমাদের দাবি ছিল কমিটি বিলুপ্ত ঘোষণার সঙ্গে সঙ্গে প্রতিটি ইউনিয়ন আহ্বায়ক কমিটি দেওয়া।’

গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ব্যাপারী বলেন, ‘হঠাৎ করে কমিটি বিলুপ্ত করার বিষয়ে আমার তেমন কোনো মন্তব্য নেই। শুধু বলব মিটিং আহ্বান করে বিলুপ্ত করা উচিত ছিল।’

বিএনপির কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, কমিটি ঘটনের আগে গঠনতত্ত্ব অনুসরণ করে প্রতিটি ইউনিয়নে একটি করে কর্মী সভা করা উচিত। গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী কমিটি করা উচিত বলে তিনি মনে করেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ