Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

৭ ইউনিয়নে দেড় যুগ পর ছাত্রদলের কমিটি

তালতলী (বরগুনা) প্রতিনিধি

৭ ইউনিয়নে দেড় যুগ পর ছাত্রদলের কমিটি

দীর্ঘ ১৮ বছর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তালতলী উপজেলার সাতটি ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দুইটি ইউনিয়নে আংশিক ও বাকি পাঁচটি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। গত বুধবার রাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন হাওলাদার ও সদস্যসচিব মো. জহিরুল ইসলাম কমিটিগুলোর অনুমোদন দিয়েছেন।

ছাত্রদলের নতুন এ কমিটি নিয়ে বর্তমান নেতা কর্মীরা আনন্দ প্রকাশ করলেও পদবঞ্চিত অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।

পঁচাকোড়ালিয়া ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটিতে মো. সাইফুল ইসলাম ঝন্টুকে সভাপতি ও মো. জিহাদ তালুকদারকে সাধারণ সম্পাদক এবং আরিফুল ইসলাম বাপ্পিকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

ছোট বগীর আংশিক কমিটিতে মো. সোহাগ হাওলাদারকে সভাপতি ও মো. রেজবি উল্লাহ্ সাবুকে সাধারণ সম্পাদক এবং জে এস সুমনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কড়ইবাড়িয়া ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটিতে মো. রিয়াজুল ইসলাম রুসাদকে সভাপতি ও মো. রবিউল মুন্সীকে সাধারণ সম্পাদক এবং শাহবুদ্দিন মিয়াকে সাংগঠনিক সম্পাদক, শারিকখালী ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটিতে মো. খাইরুল ইসলাম খালিদকে সভাপতি ও মো. শাহবুদ্দিন সাবুকে সাধারণ সম্পাদক এবং জাকারিয়া মাহমুদকে সাংগঠনিক সম্পাদক, বড়বগীর আংশিক কমিটিতে মো. মাইনুল ইসলাম মুন্নাকে সভাপতি ও মিলন হাওলাদারকে সাধারণ সম্পাদক এবং মো. আল আমিনকে সাংগঠনিক সম্পাদক, নিশান বাড়িয়া ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটিতে প্রিন্স মুছাকে সভাপতি ও মো. জাকারিয়াকে সাধারণ সম্পাদক এবং ইব্রাহিম মল্লিককে সাংগঠনিক সম্পাদক এবং সোনাকাটা ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটিতে মো. নাইমকে সভাপতি ও জুবায়ের ইসলাম নাসিরকে সাধারণ সম্পাদক এবং মহিববুল্লাহ্ মুন্নাকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ