টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাহমুদপুরে গণহত্যা দিবসকে স্মরণীয় করে রাখতে মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর পূর্তিতে নির্মিত হচ্ছে স্মৃতিস্তম্ভ ‘স্বাধীনতা সংগ্রাম’। উপজেলাবাসীর দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা পরিষদের অর্থায়নে মাহমুদপুর বটতলায় দৃষ্টিনন্দন এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুরে স্মৃতিস্তম্বের নির্মাণ কাজ পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।
এ সময় ইউএনও বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর মাহমুদপুর গণহত্যা দিবসে স্মৃতিস্তম্ভ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন স্থানীয় সাংসদ ছোট মনির।