কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে বড় দিন উপলক্ষে ১৯৫ শিশুকে কম্বল ও মশারি উপহার দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার জাহানপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে তাদের এই উপহার দেওয়া হয়। এ দিন কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
দক্ষিণবঙ্গের কালভেরি ব্যাপ্টিস্ট চার্চের চেয়ারম্যান স্টিফেন বিশ্বাসের সভাপতিত্বে জাহানপুর চার্চের হল রুমে এই অনুষ্ঠান হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিশুবিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুণ্ডু। আরও ছিলেন চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে প্রমুখ।