রূপালী ব্যাংক লিমিটেডের নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন খান ইকবাল হোসেন। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতি দিয়ে তাঁকে পদায়ন করা হয়।
তিনি পিরোজপুরের ভান্ডারিয়ার নদমুল্লা গ্রামের বাসিন্দা। খান ইকবাল হোসেন ১৯৯৮ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে নিয়োগ পেয়ে কর্মজীবন শুরু করেন। ডিএমডি হিসেবে পদোন্নতি পাওয়ার আগে তিনি রূপালী ব্যাংকের লোকাল অফিসের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
অভিজ্ঞ এ ব্যাংক কর্মকর্তা এর আগে বিভিন্ন করপোরেট শাখায় শাখাপ্রধানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং কর্মকাণ্ডের পাশাপাশি তিনি সৃজনশীল কাজের সঙ্গেও যুক্ত আছেন।