যশোরের কেশবপুরে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত ৯ পরিবার পেল নতুন ঘর। গতকাল মঙ্গলবার বিকেলে সদরের বালিয়াডাঙ্গায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ওই পরিবারগুলোর হাতে ঘরের চাবি হস্তান্তর করে কালভেরি ব্যাপ্টিস্ট চার্চ।
দক্ষিণবঙ্গের কালভেরি ব্যাপ্টিস্ট চার্চের চেয়ারম্যান স্টিফেন বিশ্বাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে চাবি তুলে দেন।
নতুন ঘর পেয়ে কার্ত্তিক দাস বলেন, ‘গত বছর মে মাসে ঘূর্ণিঝড় আম্ফানে থাকার ঘর ভেঙে যায়। পরে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছিল। নতুন ঘর পেয়ে আমার পরিবার নিয়ে এখন নিরাপদে থাকতে পারব।’