মেহেরপুরের গাংনীতে ১৫ বোতল ফেনসিডিলসহ মো. সোহেল রেজা (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত সোমবার সন্ধ্যায় উপজেলার কাজিপুর ইউনিয়নের নওদাপাড়া (মাঠ পাড়া) এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার করা সোহেল রেজা রাজবাড়ী জেলার পাংশা থানার সত্যজিতপুর শ্মশান পাড়া গ্রামের বাসিন্দা।
ডিবি সূত্রে আরও জানা গেছে, উপজেলার কাজিপুর এলাকায় মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের উপপরিদর্শক (এসআই) অজয় কুমার কণ্ডুর নেতৃত্বে এসআই বিশ্বজিৎ সরকারসহ অন্যান্য পুলিশ সদস্যদের সহযোগিতায় নওদাপাড়া (মাঠপাড়া) এলাকা থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সোহেলের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।