কেশবপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে আসা বেশির ভাগ প্রার্থীই মানছে না নির্বাচনী আচরণবিধি।
গতকাল রোববার দুপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২ জন সম্ভাব্য সদস্য প্রার্থীকে জরিমানা করা হয়েছে।
তাঁদের মধ্যে সুফলাকাটি ইউপির সারুটিয়া গ্রামের আজিজুর রহমান ও একই ইউপির গৃধরনগর গ্রামের সাইফুল ইসলামকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনের বিধি অনুযায়ী মনোনয়নপত্র জমা দিতে পাঁচজনের বেশি লোক নিয়ে আসা যাবে না।