বরিশালের আগৈলঝাড়ায় বেকার যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। উপজেলার বাইপাস সড়কসংলগ্ন প্রদ্বীপ্ত মহিলা উন্নয়ন সমবায় সমিতির কার্যালয়ে গতকাল বুধবার সকালে এই কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাশেম।
উপজেলা যুব উন্নয়ন অফিস এই প্রশিক্ষণের আয়োজন করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দীনা খান। বক্তব্য দেন, যুব উন্নয়ন অফিস সহকারী শাহজাহান খান, কাওছার মিয়া, সফল উদ্যোক্তা ফারুক হোসেন।
এতে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা পঞ্চাশ জনেরও বেশি বেকার যুবক ও যুব মহিলাকে হাঁস-মুরগি পালনের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নারী নেত্রী সুমা কর, ঝুমা দাস, সোনালী দত্ত, সৌরভ পাল, পায়েল সরকার ও জয় দাস প্রমুখ।
উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আবুল হাশেম বলেন, বর্তমান সরকার বেকার যুবক ও যুব মহিলাদের স্বাবলম্বী করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।