চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় ট্রাফিক পুলিশের অভিযানে ৩৩ মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ সময় মোটরসাইকেলের চালকদের বিরুদ্ধে নিবন্ধন না থাকা, হেলমেট না পরা ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে মামলা দেওয়া হয়।
গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়ে অভিযান চলিয়ে এসব মোটরসাইকেল জব্দ করা হয়।
যশোর ট্রাফিক পুলিশের শহর উপপরিদর্শক (টিএসআই) মাসুম আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।