সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলার দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আকলিমা খাতুনের সভাপতিত্বে বিদ্যালয়ের হলরুমে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারী, দেয়াড়া আবাদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মধু, প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুন, তহমিনা খাতুন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হক ৷ বিদায়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য দেয় আরাফাত হোসেন, শারমিন আক্তার ৷
এ সময় বক্তরা বিদ্যালয়ের বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একাডেমিক পরীক্ষার দ্বিতীয় ধাপের এই পরীক্ষা ভালো ভাবে পড়াশুনা করে এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় অংশ গ্রহণের জন্য আহ্বান জানান।