শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে খাস কান্দি গ্রাম থেকে ইখতিয়ার মামুন নামের এক শিশু নিখোঁজ হয়েছে। সে ওই গ্রামের বাসিন্দা ওবায়েদউল্লাহ প্রধানিয়ার ছেলে।
গত সোমবার সাড়ে ৩টার দিকে তাদের বাড়ি থেকে আরশিনগরে দারুল এহসান হাফীজিয়া মাদ্রাসায় উদ্দেশে রওনা হয়। কিন্তু পরে পরিবারের লোকজন খোঁজ নিয়ে জানতে পারেন, মামুন (১৩) মাদ্রাসায় পৌঁছায়নি। তখন থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কেউ তার খোঁজ পেয়ে থাকেন তাহলে নিখোঁজ মামুনের ভাইয়ের মুঠোফোন নম্বরে (০১৭৯০৩০৫১৪৮) যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।