শাল্লায় পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা আলমগীর কবীর খান ও জয়নাল আবেদীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেনের উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলার চারটি ইউনিয়নের ১৫ জন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে আটগাঁও ইউপির আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমদাদুল হক (নৌকা প্রতীক), হবিবপুর ইউপির আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রঞ্জিত কুমার দাড (নৌকা প্রতীক) ও বাহাড়া ইউপির আওয়ামী লীগ মনোনীত কাজল বরণ চৌধুরী (নৌকা প্রতীক) ও শাল্লা ইউপির আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সাত্তার (নৌকা প্রতীক)।
আটগাঁও ও হবিবপুর ইউপির রিটার্নিং কর্মকর্তা আলমগীর কবীর খান বলেন, ‘আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে শাল্লা উপজেলার ৪টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।’