গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে দুই ওষুধ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার সন্ধ্যায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমি খানম। এ সময় দুই ব্যবসায়ীকে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় গাংনী বাজারের কাথুলী মোড়ে আশরাফুল ফার্মেসির মালিকের নিকট থেকে তিন হাজার টাকা এবং পৌর এলাকার বাঁশবাড়িয়া বাজারের জামান ফার্মেসির মালিকের নিকট থেকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।