Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

পুনর্নির্বাচনের দাবি পরাজিত প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুনর্নির্বাচনের দাবি পরাজিত প্রার্থীর

ভোট জালিয়াতির অভিযোগ তুলে চাঁদপুরের কচুয়া উপজেলার ৫ নম্বর সহদেবপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে পরাজিত প্রার্থী আবদুস সামাদ আজাদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে করে তিনি এমন দাবি জানান।

লিখিত বক্তব্যে আবদুস সালাম আজাদ বলেন, গত ৫ জানুয়ারি ৫ নম্বর সহদেবপুর (পশ্চিম) ইউপিতে মোট ১০টি কেন্দ্রের মধ্যে ৬ টিতেই জাল ভোট প্রদান, আনারস মার্কার এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়ে ভোট গ্রহণসহ ব্যাপক অনিয়ম হয়।

আবদুস সালাম আজকের পত্রিকাকে বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রিসাইডিং কর্মকর্তা আনারসের প্রাপ্ত মোট ভোট ৪৮০ এর পরিবর্তে ৪৩০ বসান; যাতে ৫০ ভোট কমানো হয়। কিন্তু রেজাল্ট শিট কাটাকাটি করে সংশোধনকৃত জায়গায় প্রিসাইডিং কর্মকর্তা স্বাক্ষর করেননি। সবগুলো কেন্দ্রেই একই রকম জালিয়াতি করা হয়।

তাঁর অভিযোগ, নির্বাচনের ফলাফলে দেখানো হয়, নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৫ হাজার ৯১৫ ভোট আর আনারস প্রতীক পেয়েছে ৫ হাজার ৮৭১ ভোট। অথচ এক কেন্দ্রের ফলেই রেজাল্ট সিট কেটে ৫০ ভোট কমানো হয়। প্রকৃতপক্ষে আনারস পেয়েছে ৫ হাজার ৯২১ ভোট আর নৌকা প্রতীক পেয়েছিল ৫ হাজার ৮৬৫ ভোট।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ