Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বাজিতপুরে লেপ-তোশকের দোকানে বাড়ছে ভিড়

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

বাজিতপুরে লেপ-তোশকের দোকানে বাড়ছে ভিড়

হালকা কুয়াশা ভেজা অগ্রহায়ণের সকাল জানান দিচ্ছে শীতের। গ্রামাঞ্চলে একটু একটু করে বাড়ছে শীত। বাড়ছে লেপ-তোশকের কদর। কিশোরগঞ্জের বাজিতপুরে তাই লেপ-তোশক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা।

গত মঙ্গলবার উপজেলার বিভিন্ন হাট-বাজারে লেপ-তোশকের দোকানগুলো ঘুরে দেখা গেছে কারিগরদের ব্যস্ততা। এসব দোকানে সাজানো আছে নানান আকারের তৈরি লেপ-তোশক। সেই সঙ্গে লেপ তোশক তৈরিও হচ্ছে।

এ সময় কথা হয় লেপ-তোশক ব্যবসায়ী ও কারিগর রহমত উল্লাহর সঙ্গে। তিনি বলেন, ‘গত বছর করোনা ছিল। চাহিদা থাকলেও বিক্রি কম হয়েছে। তবে এ বছরের শীতের শুরু থেকেই বিক্রি বাড়ছে। আশা করছি পৌষ ও মাঘ মাসে আমাদের আশানুরূপ বিক্রি বাড়বে।’

লেপ তৈরি করতে আসা হাসান মিয়া বলেন, ‘কম্বল গায়ে দিলে লেপের মত আরাম লাগে না। তাই ১ হাজার ৪০০ টাকা দিয়ে কার্পাস তুলা একটি লেপের অর্ডার দিয়েছি।’

স্থানীয় ব্যবসায়ীরা জানান, এ বছর একটি সিঙ্গেল লেপ বানাতে ৬৫০ থেকে ৭০০ টাকা, সেমি-ডাবল লেপ ৭০০ থেকে ৯০০ টাকা এবং ডাবল লেপ তৈরিতে ৭৫০ থেকে ১ হাজার ৮০০ টাকা নেওয়া হচ্ছে। আর তোশক তৈরিতে খরচ নেওয়া হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ টাকা।

বাজিতপুর বাজারে লেপ-তোশক কারিগর জুলু মিয়া বলেন, এটি একটি সিজনাল ব্যবসা। বছরের তিন মাস কাজ থাকে। বাকি সময় তেমন কাজ থাকে না। তখন অন্য করতে হয়।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ