বান্দরবানের লামায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে গত বুধবার রাত ১১টার সময় লামা থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে বুধবার বিকেলে উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন মেয়েটির মা সংসারের কাজে পার্শ্ববর্তী চকরিয়ায় যান। এ সময় মেয়েটি বাড়িতে একাই ছিলেন। এই সুযোগে আলতাজ উদ্দিন (৩০) নামে যুবক তাঁকে ধর্ষণ করেন। অভিযুক্ত আলতাজ উদ্দিন শামুকছড়া এলাকার বাসিন্দা।
ভুক্তভোগীর মা বলেন, ‘ঘটনার সময় নিজ কাজে প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে চকরিয়ায় যাই। কাজ শেষে বাড়িতে এসে দেখি মেয়েটি কান্নাকাটি করছে। পরে আমার মেয়ে জানায়, শামুকছড়া এলাকার আলতাজ উদ্দিন ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেছে।’
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিশোরীকে গতকাল বৃহস্পতিবার সকালে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার রাতে মেয়েটির মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।