সুনামগঞ্জে কমিউনিস্ট পার্টির জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে দলীয় সংগীত ও গণসংগীতের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন সুনামগঞ্জের প্রবীণ শিক্ষাবিদ ধূর্জুটিকুমার বসু।
সম্মেলনে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীসহ সাংস্কৃতিক আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মিছিল দিয়ে শহর প্রদক্ষিণ করেন দলীয় নেতা–কর্মীরা।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক আহসান হাবিব লাভলু।
বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, সুনামগঞ্জ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শীলা রায়, যুব ইউনিয়ন নেতা আবু তাহের প্রমুখ।