বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নের ১৫টি কমিউনিটি ক্লিনিকে করোনার টিকা দেওয়া হয়েছে। গতকাল শনিবার ৪ হাজার ৬০০ জনকে টিকা দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনার টিকা ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে উপজেলার ২২টি কমিউনিটি ক্লিনিকের ১৫টি কমিউনিটি ক্লিনিকে করোনার টিকা দান কার্যক্রম শুরু করা হয়। প্রতিটি ক্লিনিকে ৫ থেকে ১২ নভেম্বরের মধ্যে গড়ে ৩০০ জন মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কমিউনিটি ক্লিনিকে সিনোফার্মের টিকা দেওয়া হবে।
কমিউনিটি ক্লিনিকগুলোতে মূল দায়িত্ব পালন করছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)। তাদের এই কাজে সহায়তা করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দুজন মাঠকর্মী। ইতিমধ্যে সব সিএইচসিপিকে তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, ‘প্রত্যেক সিএইচসিপি ল্যাপটপ বা ট্যাব ব্যবহারের মাধ্যমে করোনার টিকা রেজিস্ট্রেশন নিশ্চিত করতে পারবে। এ ছাড়া সিএইচসিপিদের কাছে এলাকার মানুষের সকল তথ্য আছে। তাঁরা করোনার টিকার নিবন্ধনের জন্য এলাকার মানুষকে সহায়তা করবে এবং সপ্তাহের ছয় দিন টিকা কার্যক্রম অব্যাহত থাকবে।’ কমিউনিটি ক্লিনিকে টিকা দেওয়ার পাশাপাশি করোনার টিকার সাধারণ কেন্দ্রগুলোতে টিকাদান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।