Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

কুষ্টিয়ায় মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও ভার্চুয়াল টকশোর উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে কুষ্টিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে দণ্ডবিধি আইনে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। গতকাল সোমবার বেলা ১টার দিকে কুষ্টিয়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান মুনির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে দণ্ডবিধির ১৫৩ (ক), ৫০৫ (ক) এবং ৫০৯ পেনাল কোড ১৮৬০ ধারায় মামলাটির আবেদন করেন। কিন্তু আবেদনটি খারিজ করে দেন আদালতের বিচারক সেলিনা আক্তার।

মামলার আবেদন খারিজে হতাশা প্রকাশ করেছেন বাদীপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও মামলার আইনজীবী মাহাতাব উদ্দিন। আদালতে মামলার আবেদন করার সময় বাদীর সঙ্গে অ্যাডভোকেট বুলবুল আহমেদসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।

সিবিএমের উপস্থাপক নাহিদ গত ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে ডা. মুরাদ হাসানের একটি সাক্ষাৎকার নেন। ওই সাক্ষাৎকারে মুরাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ এবং অশ্লীল বক্তব্য দেন।

অ্যাডভোকেট হাফিজুর রহমান জানান, নাহিদের ভার্চুয়াল টকশোতে অংশ নিয়ে মুরাদ হাসান ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অশ্লীল ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়েছেন। তাই তিনি মামলার আবেদন করেন। কিন্তু আদালত মামলাটি গ্রহণ না করে খারিজ করে দেন। এতে চরম হতাশা প্রকাশ করেছেন তাঁরা। তাঁদের দাবি, অবিলম্বে ওই দুজনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ