ফিরেছেন ঐশ্বরিয়া
স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যার সঙ্গে সোমবার রাতে কান থেকে মুম্বাইয়ে পৌঁছেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। কয়েক বছর ধরেই কানের লালগালিচায় সৌন্দর্যের দ্যুতি ছড়িয়ে আসছেন তিনি। এবারের উৎসবেও তিনি মোহনীয় রূপে দেখা দিয়েছেন। উৎসবের এক দিন কালো গাউন আর ফুলের সাজে নিজেকে অলংকৃত করেন তিনি। আবার গোলাপি ভ্যালেনটিনো পোশাকেও দেখা দিয়েছেন এক দিন।
পোশাকের সঙ্গে রং মিলিয়ে পরেছিলেন গোলাপি হিল। পরপর দুই দিন ভিন্ন সাজ আর রূপের ছটায় নজর কেড়েছেন তিনি। লালগালিচায় ভিন্ন রূপে নিজেকে তুলে ধরা ছাড়াও বিভিন্ন দেশের তারকাদের সঙ্গে সেলফি তোলা নিয়েও ব্যস্ত দেখা গেছে ঐশ্বরিয়াকে। মনে হয়েছে, ফ্রান্সের কান শহরটি এই অভিনেত্রীর যতটা পরিচিত, ততটাই আপন।
আলী আব্বাসীর ‘স্পাইডার’গতকাল কান উৎসবে দেখানো হয়েছে ইরানি পরিচালক আলী আব্বাসীর ‘হোলি স্পাইডার’। তাঁর সর্বশেষ সিনেমা ‘বর্ডার’ ২০১৮ সালে আন সার্টেইন রিগার্ড পুরস্কার জিতেছিল। এই বছরও মূল প্রতিযোগিতায় লড়ছে আব্বাসীর সিনেমা। সমালোচকেরা বলছেন, এই বছরও চমক দেখাতে যাচ্ছেন আব্বাসী। প্রায় দুই দশক আগে ঘটে যাওয়া ইরানের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। সাঈদ হানাই নামে এক ব্যক্তি ইরানের মাসাদ শহরের ১৬ পতিতাকে হত্যা করে। সেই ঘটনা ইরানে বেশ আলোচিত হয়।