টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের সাতজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত দুই দিনে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে তাঁরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। তাঁরা হলেন প্রয়াত সাংসদ একাব্বর হোসেনে স্ত্রী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ঝর্না হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, জেলা আওয়ামী লীগের সদস্য মেজর (অব.) আব্দুল হাফিজ, জেলা আওয়ামী লীগের সদস্য খান আহমেদ শুভ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও প্রয়াত সাংসদ একাব্বর হোসেনের ছেলে ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল ও বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জ্বল।
গত ১৬ নভেম্বর এই আসনের চারবারের নির্বাচিত সাংসদ বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর এবং ভোট ১৬ জানুয়ারি।