Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

লবণাক্ত মাটিতে কুল চাষ

গাজী আব্দুল কুদ্দুস, ডুমুরিয়া

লবণাক্ত মাটিতে কুল চাষ

কাঁচা-পাকা কুলের ভারে মাটিতে নুয়ে পড়েছে গাছ। গাছে শুধু কুল আর কুল। কুলের কারণে গাছের পাতা দেখা যাচ্ছে না। ডুমুরিয়া উপজেলার একটি মৎস্য ঘেরের ভেড়ির লবণাক্ত মাটিতে লাগানো কুল গাছে এমন দৃশ্য দেখা গেছে।

জানা যায়, উপজেলার মাগুরখালী ইউনিয়নের বাঘারদাঁড়ি গ্রামের বিলে বাণিজ্যিকভাবে এ কুল বাগান গড়ে তুলেছেন মনোরঞ্জন রায়। তিন বছর আগে পরীক্ষামূলকভাবে সাতক্ষীরা হতে ১৮০টি কাশ্মীরি আপেল কুল গাছের চারা সংগ্রহ করে মৎস্য ঘেরের পাড়ে রোপণ করেন তিনি। এরপর নিয়মিত পরিচর্যা করতে থাকেন কুলগাছ। বর্তমানে তাঁর ১৫০টি গাছে কুল ধরেছে। সফলতা পেয়েছেন লবণাক্ত মাটিতে কুল চাষে। সবকিছু ঠিক থাকলে আগামী দশ দিনের মধ্য কুল বিক্রি শুরু করা যাবে।

মনোরঞ্জন রায় বলেন, বাজার দর যদি ভাল থাকে তাহলে লক্ষাধিক টাকার কুল বিক্রয় যাবে। তা ছাড়া একই জমিতে মাছ, ধান, সবজি চাষের পাশাপাশি কুল চাষ করে বাড়তি আয় করা সম্ভব। মৌসুম শেষে গাছের ডাল কেটে দিলে অন্য সকল ফসল চাষ করা যায়। অন্য দিকে গাছের ডাল দিয়ে জ্বালানি চাহিদা মেটানও সম্ভব।

তিনি আরও জানান, একবার লবণ পানিতে চিংড়ি চাষ করে ভাইরাসের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন তিনি। কিন্তু তিনি হতাশ না হয়ে পরিকল্পনা করতে থাকেন কিভাবে লাভবান হবেন। একারণে তিনি সমন্বিত চাষ শুরু করেন। একই জমিতে মাছ, ধান, শিম ও কুল চাষ শুরু করেন। সমন্বিত চাষে তিনি নিজের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন। এ বছর আবহওয়া অনুকূলে থাকায় কুলের ব্যাপক ফলন হয়েছে। পানিতে মাছ, ভেড়িতে সারিসারি কুল গাছ, তার মাঝে সবজি। যেদিকে চোখ যায় পানির মাঝে যেন এক সবুজের সমারোহ।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোসাদ্দেক হোসেন বলেন, মনোরঞ্জন রায়ের সমন্বিত চাষের সফলতা দেখে বর্তমানে অনেকেই তাঁকে অনুসরণ করছে। কৃষকেরা যদি সমন্বিত চাষ শুরু করে তাহলে দেশের উন্নয়নে ব্যপক ভূমিকা রাখবে কৃষি। সৃষ্টি হবে সম্ভাবনার নতুন দিগন্ত।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ