Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

স্বেচ্ছাসেবক দলের ৩৮ নেতার পদত্যাগ

লক্ষ্মীপুর প্রতিনিধি

স্বেচ্ছাসেবক দলের  ৩৮ নেতার পদত্যাগ

লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবগঠিত চারটি ইউনিট কমিটির ৩৮ জন নেতা পদত্যাগ করেছেন। গতকাল রোববার বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় গণমাধ্যমকর্মীদের ডেকে তাঁরা পদত্যাগের ঘোষণা দেন।

ত্যাগী ও কারা নির্যাতিতদের মূল্যায়ন না করাসহ বিভিন্ন অভিযোগ এনে দলটির নেতারা পদত্যাগ করেন। তা ছাড়া জেলা কমিটির বিরুদ্ধে স্বজনপ্রীতি ও পদ বাণিজ্যেরও অভিযোগ তোলেন তাঁরা।

পদত্যাগকারীরা জানান, গত ১৭ নভেম্বর মধ্যরাতে ছয়টি ইউনিটের কমিটি গঠন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তা প্রকাশ করে জেলা কমিটি। ওই কমিটিতে দলের ত্যাগীদের যথাযথ মূল্যায়ন না করে অযোগ্য, অরাজনৈতিক, দলছুটদের মূল পদে রেখে স্বজনপ্রীতি ও পদবাণিজ্যের মাধ্যমে নিজেদের অনুসারীদের দিয়ে কমিটি গঠন করা হয়।

এতে আন্দোলন-সংগ্রামে যারা সক্রিয় থেকে মামলা-হামলার শিকার হয়েছেন, এমন নেতা-কর্মীদের বঞ্চিত করা হয়েছে। কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করে সদর পশ্চিম ও পূর্ব, পৌর ও চন্দ্রগঞ্জ থানা কমিটি পুনর্বিবেচনা করে গঠনের দাবিতে ৩৮ নেতা পদত্যাগ করেন।

এ সময় বক্তব্য দেন নবগঠিত সদর পশ্চিম শাখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামাল হোসেন, পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান মঞ্জু, পূর্ব শাখার যুগ্ম আহ্বায়ক তারেকুর রহমান রাসেল, চন্দ্রগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক মোল্লা মাসুদ।

পদত্যাগকারী অপর নেতারা হলেন সদর পশ্চিমের যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান, আজম চৌধুরী, জাহাঙ্গীর, পূর্ব কমিটির যুগ্ম আহ্বায়ক মো. তারেকুর রহমান, মো. রাকিব হোসেন, নিয়াজ মাহমুদ, চন্দ্রগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক সাহাদাত হোসেন, জিল্লুর রহিম, মামুনুর রশিদসহ ৩৮ জন। পরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেন তাঁরা।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ