Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

আজ রণদা প্রসাদ সাহার ১২৫তম জন্মজয়ন্তী

মির্জাপুর প্রতিনিধি

আজ রণদা প্রসাদ সাহার ১২৫তম জন্মজয়ন্তী

কুমুদিনী হাসপাতালের প্রতিষ্ঠাতা রণদা প্রসাদ সাহার ১২৫তম জন্মজয়ন্তী আজ সোমবার (১৫ নভেম্বর)। ১৮৯৬ সালের এই দিনে তিনি ঢাকার অদূরে সাভারের কাছুরে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লৌহজং নদীর তীর ঘেঁষা মির্জাপুর গ্রামে। মায়ের নাম কুমুদিনী সাহা, বাবার নাম দেবেন্দ্র নাথ সাহা।

প্রতিবছরের ন্যায় এ বছরও এলাকাবাসীর উদ্যোগে তাঁর জন্মজয়ন্তী পালনের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য রোকেয়া পদকপ্রাপ্ত আরমা দত্ত।

দানবীর রণদা প্রসাদ সাহা দরিদ্র সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। মায়ের মৃত্যুর পর পাড়ি জমান কলকাতায়। পরে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ এলাকা মির্জাপুরে ফিরে আসেন। আর্তমানবতার সেবায় রণদা প্রসাদ সাহা (আরপি সাহা) ১৯৩৮ সালে মির্জাপুর গ্রামের লৌহজং নদীর তীর ঘেঁষে একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে ১ হাজার ৫০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল ‘কুমুদিনী হাসপাতালে’ রূপ নেয়। নারীশিক্ষার জন্য তিনি ১৯৪২ সালে প্রপিতামহী ভারতেশ্বরী দেবীর নামে মির্জাপুরে প্রতিষ্ঠা করেন ভারতেশ্বরী হোমস। তা ছাড়া, টাঙ্গাইলে মায়ের নামে কুমুদিনী কলেজ, মানিকগঞ্জে পিতার নামে দেবেন্দ্রনাথ কলেজ প্রতিষ্ঠাসহ মির্জাপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তাঁর জীবনের অর্জিত সব অর্থ তিনি উইল করে প্রতিষ্ঠা করেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ৭ মে তাঁর একমাত্র ছেলে ভবানী প্রসাদ সাহাসহ তাঁকে পাকিস্তানি বাহিনী অপহরণ করে নিয়ে যায়। আজ পর্যন্ত তাঁদের কোনো খোঁজ মেলেনি।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ