Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

শিক্ষকদের ওপর হামলার ঘটনায় পরীক্ষাকেন্দ্র স্থানান্তর

কুমিল্লা প্রতিনিধি

শিক্ষকদের ওপর হামলার ঘটনায় পরীক্ষাকেন্দ্র স্থানান্তর

কুমিল্লায় চলতি দাখিল পরীক্ষার একটি কেন্দ্রে পরীক্ষার্থীর দেহ তল্লাশির সময় বিশৃঙ্খলা ও শিক্ষকদের ওপর হামলার ঘটনায় পরীক্ষাকেন্দ্র স্থানান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় কুমিল্লা জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুমিল্লা নগরীর চকবাজার আলিয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষারকেন্দ্রটি সরিয়ে নগরীর রাজগঞ্জ বজ্রপুর ইউসুফ উচ্চবিদ্যালয়ে নেওয়া হয়েছে। কুমিল্লা আলিয়া মাদ্রাসার শিক্ষকদের দায়িত্বের বদলে কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও ইউসুফ উচ্চবিদ্যালয়ের শিক্ষকেরা অন্য পরীক্ষাগুলো নেবেন।

মাদ্রাসার অধ্যক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বেলা ১১টার পরীক্ষা শুরুর ৪৫ মিনিট আগে শিক্ষকেরা মাদ্রাসার ফটকের সামনে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করছিলেন। এ নিয়ে কয়েকজন পরীক্ষার্থী শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করে। একপর্যায়ে ওই পরীক্ষার্থীরা শিক্ষকদের ওপর হামলা চালায়।

এ সময় কুমিল্লা আলিয়া মাদ্রাসার শিক্ষক কামরুল ইসলাম শিকদার মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনার পর কুমিল্লা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে ওই কেন্দ্রে পরীক্ষা দিতে আসা দৌলতপুর দারুল আমান হাতিমিয়া আলিম মাদ্রাসা, ইটাল্লা দাখিল মাদ্রাসা ও ভুতুয়া শ্রীপুর মাদ্রাসার পরীক্ষার্থীদের সংঘর্ষ হয়।

খবর পেয়ে কুমিল্লার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ শওকত ওসমান ও আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া আফরিন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করেন।  পরীক্ষা শেষে মারামারির অভিযোগে দৌলতপুর দারুল আমান হাতিমিয়া আলিম মাদ্রাসা, ইটাল্লা দাখিল মাদ্রাসা ও ভুতুয়া শ্রীপুর মাদ্রাসার ছয় পরীক্ষার্থীকে জেলা প্রশাসকের দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

কুমিল্লা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্রসচিব মো. আবদুল মতিন বলেন, বিশৃঙ্খলার ঘটনায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। নতুন কেন্দ্রে দাখিল পরীক্ষার্থীরা আরও চারটি বিষয়ে পরীক্ষা দেবে।

ইউএনও বলেন, কেন্দ্রে বিশৃঙ্খলা ও হামলা চালিয়ে শিক্ষকদের আহত করা হয়। তাঁরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেন্দ্র স্থানান্তর করে কুমিল্লা ইউসুফ উচ্চবিদ্যালয়ে দেওয়া হয়েছে। আজ ২৮ সেপ্টেম্বর থেকে বাকি পরীক্ষা এই কেন্দ্রে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, বিশৃঙ্খলা ও শিক্ষকের ওপর হামলার ঘটনায় কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ মনে করে স্থানান্তর করা হয়েছে। 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ