পাইকগাছায় ৩ দলীয় নকআউট একদিনের ফাইনাল ভলিবল টুর্নামেন্ট গতকাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে থানা ভলিবল একাদশ কাঁকড়া সমিতি একাদশকে ২৫ / ৩০ পয়েন্টে পরাজিত করে শিরোপা জিতে নেয়। খেলায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা কয়রা ডি সার্কেল সিনিয়র পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ডাক্তার প্রভাত কুমার দাশ। গতকাল বুধবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু চত্বরে এর উদ্বোধন করেন পাইকগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউর রহমান। খেলায় অংশগ্রহণ করা ৩টি হলো- পাইকগাছা থানা ভলিবল একাদশ, কাঁকড়া সমিতি ভলিবল একাদশ ও কোট চত্বর ভলিবল একাদশ।