ডুমুরিয়ায় এক ইউপি সদস্যের নির্দেশে দুই প্রতিবন্ধী মেয়েকে মারধর ও মৎস্য ঘেরে হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন মা রশিদা বেগম। গত সোমবার সকালে উপজেলার মাগুরখালী ইউনিয়নে খাগড়াবুনিয়া এলাকায় এ মারধরের ঘটনা ঘটে।
অভিযোগ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে মঙ্গলবার জানা যায়, খাগড়াবুনিয়া গ্রামের মৃত গণি গাজীর স্ত্রী রশিদা বেগম (৫০) তার প্রতিবন্ধী দুই কন্যা জায়েদা খাতুন (৩০) ও শাহিদা খাতুনকে (২৫) নিয়ে খাগড়াবুনিয়া পুরোনো খেয়াঘাটের পাশে নদী ভরাটি একখণ্ড খাসজমিতে বসবাস ও মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছে। ওই জমি জবর দখল ও ভূমিহীন পরিবারটিকে উচ্ছেদ করতে এ হামলা চালানোর অভিযোগ ওঠে।