ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংস্কৃত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ফয়েজুন্নেছা বেগম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮১ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
সংস্কৃত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নামিতা মণ্ডল জানান, ১০ ডিসেম্বর হাঁপানিজনিত কারণে ফয়েজুন্নেছাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর তাঁর করোনা পজিটিভ আসে। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।