Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

থানচিতে স্যাটেলাইট ক্লিনিকের কাউন্সেলিং

থানচি (বান্দরবান) প্রতিনিধি

থানচিতে স্যাটেলাইট ক্লিনিকের কাউন্সেলিং

বান্দরবানের থানচি সদর এলাকায় গর্ভবতী, কিশোর-কিশোরী, শিশু ও সাধারণ মানুষকে স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে কাউন্সেলিংয়ের পাশাপাশি স্বাস্থ্য দেওয়া হয়। গত বৃহস্পতিবার এ কর্মসূচি পালন করা হয়।

এ কার্যক্রমের আওতায় ছিল থানচি সদর ইউনিয়নের ১০-১২টি পাড়া। গত দুই দিনে টিঅ্যান্ডটি পাড়া, ছাংদাক পাড়া, তংক্ষ্যং পাড়া, মাংসার কমান্ডার পাড়াসহ কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী পাড়ায় এ সেবা দেওয়া হয়।

থানচি সদরে মাঠ পর্যায়ে স্যাটেলাইট ক্লিনিক সেবা কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা শর্বরী বড়ুয়া, পরিবার পরিকল্পনা পরিদর্শক বার্নার্ড ত্রিপুরা, পরিবার কল্যাণ সহকারী সীমা ত্রিপুরা, পেইড পিয়ার ভলান্টিয়ার গ্রেসি ত্রিপুরা, পুষ্প ত্রিপুরা, দাতা সংস্থা হেলেন কেলার ইন্টারন্যাশনাল স্বাস্থ্যকর্মী জহুরা আক্তার ডালিয়া।

গত দুই দিনে গর্ভবতী ৪ জন, শিশু ১৮ জন, কিশোর ৪ জন, কিশোরী ৫ জন, স্বস্তি (ইনজেকশন) ২ জন, ওরাল পিল সুখী (তৃতীয় প্রজন্ম) ৪ জনকে দেওয়া হয়েছে। এ ছাড়া আগামী ২৮ সেপ্টেম্বর ইমপ্লান ক্যাম্পে সাধারণ রোগী মহিলা ১৮ জন, পুরুষ ৭ জনকে সেবা দেওয়া হবে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনাদির রনজন বড়ুয়া বলেন, ‘জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের লক্ষ্যমাত্রা পূরণে পরিবার পরিকল্পনা বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যেই আগামী ২৮ সেপ্টেম্বর ইমপ্লান ক্যাম্প স্থাপন ও কার্যক্রম সফল করার জন্য আমরা একযোগে কাজ করছি।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ