নরসিংদীর রায়পুরায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও তাঁকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সমাবেশ করেছে দলটি। গতকাল সোমবার বিকেলে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে বিএনপি।
সমাবেশে খালেদা জিয়ার মুক্তি দাবি করে নেতারা বলেন, খালেদা জিয়ার জনপ্রিয়তা আরও বেড়ে গেছে। বিএনপি দ্বিগুণ শক্তিতে আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। দাবি মানা না হলে আগামী দিনে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হজরত আলী ভূঞা, সাধারণ সম্পাদক আ. রহমান খোকন, রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, রায়পুরা উপজেলা সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক মো. ফরিদ উদ্দিন, যুববিষয়ক সম্পাদক আসাদুর রহমান মিলন, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্যসচিব নূর আহমেদ চৌধুরী মানিক, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেল, মৎস্যজীবি দলের সভাপতি ফিরোজ আল মুজাহিদ সহ হুমায়ুন কবির, যুবদল নেতা শাহিন প্রমুখ।