রাজশাহীতে বাংলাদেশ ছাত্রমৈত্রীর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে সংগঠনটির রাজশাহী জেলা ও মহানগর শাখা। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে শহরের সাহেববাজার জিরো পয়েন্টে একটি সমাবেশ হয়।
সমাবেশ শেষে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে শোভাযাত্রা বের করা হয়। স্লোগানে স্লোগানে মুখরিত শোভাযাত্রাটি জিরোপয়েন্ট থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা ও সমাবেশে নেতৃত্ব দেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক নেতা ও মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু।