Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ডিসেম্বর এলেই পতাকা বিক্রি করেন হেলাল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

ডিসেম্বর এলেই পতাকা বিক্রি করেন হেলাল

হবিগঞ্জের বানিয়াচং সদর উপজেলায় বানিয়াচং এলাকার ফজলু মিয়ার ছেলে হেলাল মিয়া। দীর্ঘদিন আগে তিনি গাজীপুরের কোনাবাড়ীতে আসেন কাজের সন্ধানে। একটি বাসা ভাড়া নিয়ে পরিবার নিয়ে থাকেন। ডিসেম্বর মাসে পথে পথে পতাকা বিক্রি করেন তিনি।

কালিয়াকৈর উপজেলার থানার সামনে দেখা মিলল পতাকা বিক্রেতা হেলাল মিয়ার সঙ্গে। তিনি জানান, জীবিকার প্রয়োজনে অনেক দিন আগে কোনাবাড়ীতে এসে কোনো কাজ না পেয়ে বছরের ১১ মাস বিভিন্ন এলাকায় কসমেটিক ফেরি করে বিক্রি করেন। কিন্তু ডিসেম্বর মাস আসলেই দেশপ্রেম থেকেই পতাকা বিক্রি করেন তিনি। তখন আর কসমেটিকস ফেরি করতে ভালো লাগে না। কোনাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকা এবং বেশির ভাগ সময় কালিয়াকৈর উপজেলার বিভিন্ন অলিগলিতে পতাকা বিক্রি করেন। পতাকা বিক্রি করে যা হয় তাই তাই দিয়ে কোনোমতে সংসার চলে তাঁর।

পতাকা বিক্রেতা বিল্লাল মিয়া জানান, ডিসেম্বর মাসের প্রথম দিন থেকেই গাজীপুরের বিভিন্ন উপজেলা বিশেষ করে কালিয়াকৈরে বিভিন্ন এলাকায় পতাকা বিক্রি করেন। বড় পতাকা ১২০ থেকে ১৫০ টাকা, মাঝারি পতাকা ৭০-৯০ টাকা, ছোট পতাকা ৩০ থেকে ৪০ টাকা এবং হাত পতাকা ২০ থেকে ২৫ টাকায় বিক্রি করেন। এতে প্রতিদিন ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকার পতাকা বিক্রি হয় তাঁর। ৫০০ থেকে ৬০০ টাকা মুনাফা থাকে।

বিল্লাল বলেন, ‘পতাকা বিক্রির কাজটা আমার খুব ভালো লাগে। ডিসেম্বর মাস আসলেই আমার মধ্যে একটা ভালো লাগা কাজ করে। এই আয়ের টাকা দিয়ে পরিবারের লোকজন নিয়ে সংসার চলে যায়।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ